তৈরি হতে চলেছে নতুন মিস্টার ইন্ডিয়া

মুম্বই, ৩ নভেম্বরঃ ১৯৮৭ সালের মিস্টার ইন্ডিয়া আবারও একবার তৈরি হতে চলেছে। এবারের মিস্টার ইন্ডিয়ার প্রযোজক হতে চলেছেন বনি কাপুর।

ছবির চমক জবরদস্ত। এতেই নাকি প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন শ্রীদেবী এবং জাহ্নবী, অর্থাৎ মা ও মেয়ে। এর আগে অনেক স্টার কিড সিলভার স্ক্রিনে এলেও জাহ্নবী এখন আসেননি। এবার তাঁর আসার অপেক্ষা শুরু।

সম্প্রতি শ্রীদেবী অভিনীত মম ছবি পরিচালনা করেছিলেন রবি উদয়ওয়ার। এই নতুন মিস্টার ইন্ডিয়া ছবিটিও তাঁর পরিচালনা করার সম্ভবনা বেশি।

৮৭ -র হিট জুটি অনিল কাপুর ও শ্রীদেবী দু’জনেই থাকবেন এই ছবিতে। পুরোন ছবির কাহিনির ভিত্তিতেই নতুন ছবিতে অন স্ক্রিন অ্যাপিয়ারেন্স থাকবে তাঁর। তবে ছবির রোমান্টিক জুটি অন্য কেউ হবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2h0CD8w

November 03, 2017 at 06:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top