১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণ করলেই হবে মৃত্যুদণ্ড,

সুরমা টাইমস ডেস্ক ঃঃ ভারতের মধ্যপ্রদেশে ১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণ করলেই হবে মৃত্যুদণ্ড। আইন সংশোধন না হলেও নতুন সংশোধনীতে সম্মতি দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।

নতুন সংশোধনীতে বলা হয়েছে, ১২ কিংবা তারও কম বয়সের মেয়েদের ধর্ষণ করলে, অপরাধীর ফাঁসি হবে। ধর্ষণে জড়িত থাকলেও অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গণধর্ষণের ক্ষেত্রেও এই প্রস্তাব রাখা হয়েছে।

সম্প্রতি কোচিং ক্লাস থেকে পড়ে ফেরার সময়ে এক ইউপিএসসি-র পরীক্ষার্থী গণধর্ষণের শিকার হন। এরপরই ভারতজুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। মধ্যপ্রদেশে বাড়তে থাকা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় সরকারের বিপন্নতাও প্রকাশ্যে চলে আসে।

নারীদের ওপর বাড়তে থাকা অপরাধ দমন করতেই নতুন পদক্ষেপ মধ্যপ্রদেশ সরকারের। যদিও এই বিষয়টির কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং।

প্রসঙ্গত, ধর্ষকদের শাস্তি ও জরিমানাও বাড়িয়ে দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে মধ্যপ্রদেশের মন্ত্রিসভা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Bf00TL

November 27, 2017 at 09:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top