নগরী থেকে চেক ডিজওনার মামলায় ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: চেক ডিজনার মামলায় ব্যবসায়ী শেখ ইয়াছিন মো. জহিরকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে বন্দর বাজার এলাকা থেকে এস আই সাইদুল তাকে গ্রেফতার করেন। জহির নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই ৩৫ কলবাখানি বাসার শেখ কবির আহমদের পুত্র।

জানা যায়, পপুলার এয়ার সার্ভস এর মালিক ফরিদ উদ্দিনের পুত্র মোহাম্মদ আবু জাফরের নিকট থেকে ব্যাবসার কথা বলে দুটি চেকে ৬৪ লক্ষ টাকা নেয় জহির। এ টাকা দিয়ে থাইল্যান্ড এ হোটেল ও বিউটি পার্লার খুলেন জহির। পরবর্তিতে টাকা দিতে অপারগতা জানালে চেক ডিজনার মামলা দায়ের করেন আবু জাফর। ৩৫ লক্ষ টাকা চেক ডিজনার মামলায় জহির জামিনে থাকলেও ২৯ লক্ষ টাকা চেক ডিজনার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেফতার করে। বিমানবন্দর থানার মামলা নং ২৪২/১৭।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Bjb4Ab

November 24, 2017 at 05:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top