টাইফুনের ধাক্কায় বিধ্বস্ত ভিয়েতনাম

হানোই, ৬ নভেম্বরঃ টাইফুন ড্যামরির ধাক্কায় বিধ্বস্ত ভিয়েতনাম। ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত ৪৯ জন নিহত ও ২৭ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের অধিকাংশই কান হোয়া প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে তারা। নিখোঁজদের মধ্যে আছেন একটি পণ্যবাহী জাহাজের ১৭জন নাবিকও। উপকূলবর্তী খান হোয়া প্রদেশে সব থেকে খারাপ অবস্থা, ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার সাথে সাথে ভারী বৃষ্টি এবং তুমুল ঝোড়ো হাওয়ার দাপটও রয়েছে উপকূলবর্তী অঞ্চলে। ঝড়বৃষ্টিতে সম্পূর্ণ ধূলিসাত্‍ ৬৩০টি বাড়িঘর। আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় ৪০,০০০ বাড়িঘর। বিমান এবং রেল পরিষেবা স্তব্ধ। হড়পা বানে প্লাবিত থুয়া থিয়েন হিউ প্রদেশের উত্তর-দক্ষিণ মূল সড়ক। তবে উত্তর উপকূলবর্তী শহর দানাঙ্গে সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি। আগামী সপ্তাহে এই শহরেই বসছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপিইসি শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃষ্টিপাত অব্যাহত থাকলেও তাতে সম্মেলনের সূচি বিঘ্নিত হবে না বলে জানিয়েছেন আয়োজকরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ad29PB

November 06, 2017 at 04:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top