বিশ্বনাথে দোকান কর্মচারীকে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই

indexবিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ-মিরেরচর-হাবড়া বাজার সড়কে ছিনতাইকারীদের হামলায় গুরুত্ব আহত হয়েছে ‘আতাউর রহমান’ নামের এক দোকান কর্মচারী। ছিনতাইকারীরা এসময় তাকে মারধর করে তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এলাকাবাসী আহত অবস্তায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথিমধ্যে মুফতিরগাঁও-বিশ্বনাথেরগাঁও গ্রামের মধ্যবর্তি স্থানে থাকা কবরস্থানের সামনে হামলার শিকার হয় আতাউর। সে উপজেলার দক্ষিণ মিরেরচর (শরিষপুর) গ্রামের আছমত আলীর পুত্র।
এব্যাপারে আতাউর রহমান বলেন, বাই-সাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে কবরস্থানে যাওয়া মাত্রই দু’দিক থেকে দুটি চার্জ লাইটের আলো আমার চোখে এসে পড়ে। এসময় একজন আমার মাথার পিছনে খুব জোরে আঘাত করে। আমি সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে মারধর করে ৪০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2AKBRbB

November 30, 2017 at 06:12PM
30 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top