মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে চাঁর ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার মাধবপুরে ওজনে কম দেয়া ও পচা বাসি মিষ্টি বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক ও হবিগঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. আল আমিন এ অভিযান পরিচালনা করেন।

আল আমিন বলেন- দুপুরে মাধবপুরের পৌর এলাকায় অভিযান চালানো হয়। এসময় নোংরা পরিবেশ এবং পচা বাসি মিষ্টি ও প্যাকেটের ওজন বেশি হওয়ায় আদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, ওজনে কম দেয়ায় লক্ষ্মী কান্তির মাছের দোকানকে ৯শ’ টাকা, বিমল দাসের মাছের দোকানকে ১ হাজার ও ইমরান ব্রয়লারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান- আদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিটি মিষ্টির প্যাকেটের ওজন ছিল ১৭৫ গ্রাম।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iZFDCE

November 16, 2017 at 09:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top