বানারহাটে পথ দুর্ঘটনায় আহত বাবা-ছেলে

বানারহাট, ২৪ নভেম্বরঃ পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন বাবা ও ছেলে। শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগান এলাকার ৩১ সি নম্বর জাতীয় সড়কে। মুখোমুখি সংঘর্ষের জেরে বাইক ও পিকআপ ভ্যান দুটিই ছিটকে রাস্তার ধারে নয়ানজুলিতে গিয়ে পড়ে। ঘটনায় আহত লক্ষীপাড়া চা বাগানেরই বাসিন্দা নিবেদন স্বাইংদান ও তাঁর বাবা লক্ষ্মণ স্বাইংদান। গুরুতর আহত অবস্থায় তাঁদের দু’জনকে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও পিকআপ ভ্যানটিকে আটক করেছে। পিকআপ ভ্যান চালক পলাতক। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদদাতাঃ কৌশিক শীল



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hOoz2g

November 24, 2017 at 06:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top