গুয়াহাটি, ৯ নভেম্বরঃ শুক্রবার ফের বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন জিএসটি পরিষদ। একাধিক পণ্যের ওপর কর ছাড় দেওয়ার পাশাপাশি রিটার্ন ফাইল করার প্রক্রিয়াকেও আরো সহজ করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরো স্বস্তি দেওয়া নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।
নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন, প্লাস্টিকের পণ্য এবং হস্তশিল্পে তৈরি আসবাবের ওপর কর ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে। ১ জুলাই জিএসএটি চালু হওয়ার পর থেকে একাধিকবার বৈঠক বসেছে কাউন্সিল। প্রতিবারই গ্রাহক ও ব্যবসায়ীদের সুরাহা দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আগামীকাল, গুয়াহাটিতে কাউন্সিলের ২৩তম বৈঠকে এসি রেস্তোরাঁর জিএসটির পরিমাণ ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে জিএসটি কাউন্সিল।
শ্যাম্পু সহ প্রতিদিন ব্যবহারের বহু পণ্য ২৮ শতাংশের কাঠামো থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হতে পারে। এছাড়া, কাঠের তৈরি আসবাব, ইলেক্ট্রিক সুইচ এবং প্লাস্টিকের পাইপের কর-কাঠামোও নামিয়ে আনা হতে পারে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AtT8m5
November 09, 2017 at 08:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন