কলকাতা, ১৪ নভেম্বরঃ ডেঙ্গি নিয়ে আদালতের প্রশ্নের মুখে রাজ্য সরকার। সরকারের পেশ করা ডেঙ্গি রিপোর্টে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।
ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হয় মঙ্গলবার। ইতিমধ্যেই রাজ্য সরকারকে সাম্প্রতিকতম মৃতের সংখ্যা সহ আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডেঙ্গি নিয়ে রিপোর্টে ধোঁয়াশা রয়েছে। রিপোর্টে সাম্প্রতিকতম তথ্য নেই।’ সরকারি আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, ডেঙ্গিতে রাজ্যে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে? ডেঙ্গিতে মৃতদের মধ্যে কতজন সরকারি হাসপাতালে মারা গিয়েছেন, কতজন বেসরকারি হাসপাতালে, তা স্পষ্ট করে বলা নেই। একজন শীর্ষ আধিকারিক কী ভাবে এমন রিপোর্ট পেশ করেন!
এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jqQdqi
November 14, 2017 at 09:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন