মুম্বইয়ে শিবসেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন মমতা

মুম্বই, ২ নভেম্বরঃ লোকসভা নির্বাচনের আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেলে উদ্ধব ও তাঁর ছেলে আদিত্যের সঙ্গে বৈঠক হয় মমতার। । দুপুর আড়াইটে নাগাদ শুরু হয় বৈঠক। উদ্ধব নিজে এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বললেও ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।

বিজেপির সবচেয়ে পুরনো জোটসঙ্গী শিবসেনা। মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার চালাচ্ছে শিবসেনা। এনডিএ-র শরিক। তবে সম্প্রতি নানা ইস্যুতে মোদি সরকারের সমালোচনায় সরব শিবসেনা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে মমতা বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। এমন অবস্থায় শিবসেনা প্রধানের সঙ্গে মমতার বৈঠক রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞমহল।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে লগ্নি টানার জন্য গতকাল শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন তিনি। রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানির বাসভবনেও গিয়েছিলেন মমতা। আগামী জানুয়ারিতে কলকাতায় চতুর্থ বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে শিল্পপতিদের এরাজ্যে বিনিয়োগের বিষয়ে উৎসাহ দিতেই মমতার মুম্বই সফর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zpgko4

November 02, 2017 at 06:40PM
02 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top