অবশেষে ফিরছেন তামিম; জয় ছাড়া কিছুই ভাবছেনা কুমিল্লা

কুমিল্লার বার্তা ডেস্ক ● বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হয়ে গেছে গত দু-দিন (৪ নভেম্বর) আগেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স ম্যাচের মধ্য দিয়েই শুরু বিপিএলের এবারের আসর। প্রথমবারের মতো সিলেটের মাঠে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসর। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে ৪ উইকেটে হারে।

ইনজুরির করণে প্রথম ম্যাচে দলে ছিলেন না কুমিল্লার আইকন প্লেয়ার তামিম ইকবাল খান। তবে সোমবার (৬ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে ভালোই অনুশীলন করছে্ন ড্যাশিং এই ওপেনার।

তামিমকে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড অব ক্রিকেট অপারেশন আহসান উল্লাহ বলেন, আশা করছি আমরা আমাদের তৃতীয় ম্যাচে তামিক কে পাবো। আর আমরা আমাদের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। আপনি হয়তো জানেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটা শ্লোগান হচ্ছে (win or win) তাই আমরা দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছি।

এদিকে ইনজুরিতে থাকলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথেই আছেন তামিম। প্রথম খেলায় অংশ না নিলেও তাকে মাঠে দেখা গেছে।

এর আগে ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ তামিম ইকবালের। শঙ্কা রয়েছিলো বিপিএলে খেলা নিয়ে। আগামীকাল (৭ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়। এর পরের ম্যাচেই ১২ নভেম্বর রাজশাহীর বিরুদ্ধে মাঠে ফিরবেন তামিম।

এদিকে বিপিএল শুরু হয়েছে তিনদিন হলো। এখনও মাঠে নামেনি চিটাগং ভাইকিংস। মঙ্গলবার শুরু হচ্ছে দলটির যাত্রা। শুরুতেই প্রতিপক্ষ এবারই চিটাগং ছেড়ে আসা তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বেশ কিছু তারকা খেলোয়াড় যোগ করে দারুণ শক্তিশালী কুমিল্লা। তাই প্রথম ম্যাচেই দারুণ চ্যালেঞ্জের মুখে পড়ছে তারুণ্য নির্ভর দল চিটাগং। যদিও নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে আছে কুমিল্লা। তবে ভুলত্রুটি শুধরে চিটাগংয়ের বিপক্ষেই জয়ের ধারায় ফিরতে চায় বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা।

নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় দলটির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় আফগানিস্তানের অল রাউন্ডার মোহাম্মদ নবীকে। এর আগে গুঞ্জন ছিল তামিমের অবর্তমানে ইমরুল কায়েসের হাতে থাকবে দলটির দায়িত্ব। আর নবী দলকে যে ঠিকভাবে উদ্বুদ্ধ করতে পারেননি তা প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে ফুটে ওঠে।

বোলিংয়ের ক্ষেত্রে বিদেশিদের উপর নির্ভরতাও হারের অন্যতম কারণ। ২ ওভারে মাত্র ৯ রান দিয়েও আর বল পাননি মোহাম্মদ সাইফ উদ্দিন। মাত্র ১ ওভার বল করেছেন আরফাত সানির মতো বিশেষজ্ঞ স্পিনার।

পাকিস্তানি খেলোয়াড়দের উপর নির্ভর করেই দল গড়েছে কুমিল্লা। তবে পাকিস্তান টি-টুয়েন্টি লিগের কারণে ১৭ নভেম্বর পর্যন্ত পাচ্ছে না তারা। তবে বিষয়টি নিয়ে আগেই অবগত ছিল দলটি। টুর্নামেন্ট শুরুর আগে কোচ সালাহউদ্দিনও জানিয়েছিলেন বিকল্প মাথায় রেখেই দল গড়েছেন তারা। আর সে বিকল্পও বেশ শক্তিশালী। দুই আফগান মোহাম্মদ নবী, রশিদ খান ছাড়াও জস বাটলার, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভোর মতো খেলোয়াড়দের প্রত্যেকেরই আছে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা।

অপর দিকে এবার ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তরুণদের নিয়ে দল গড়েছে চিটাগং ভাইকিংস। স্থানীয় তরুণরাই দলটির মূল ভরসা। তবে দলটির নেতৃত্বে থাকবেন বিশ্ব ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় মিসবাহ উল হক। পাকিস্তানি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়কও তিনি। দলে নেই কোন খুব বড় তারকা বিদেশি খেলোয়াড়। লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরার মতো গড়পড়তা খেলোয়াড়দের উপর নির্ভর করছে দলটি।

ব্যাটিংয়ে চিটাগং তাকিয়ে থাকবে সৌম্য সরকারের উপর। দক্ষিণ আফ্রিকায় টি-টুয়েন্টি সিরিজে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়াও এনামুল হক বিজয়, ইরফান শুক্কুর, আল আমিন জুনিয়ররাও পার্থক্য গড়ে দিতে সক্ষম। দুই অলরাউন্ডার আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার খানও সাম্প্রতিক সময়ে ভালোই করছেন। আর বোলিংয়ে তাসকিন আহমেদ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম প্রতিপক্ষকে ঝামেলায় ফেলে দিতে পারেন যে কোন সময়।

The post অবশেষে ফিরছেন তামিম; জয় ছাড়া কিছুই ভাবছেনা কুমিল্লা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2zlIfmc

November 06, 2017 at 07:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top