‘আনন্দ শোভাযাত্রা’ সফলের লক্ষে জেলা প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি অর্জন উদযাপনের ‘আনন্দ শোভাযাত্রা’ সফলের লক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারিভাবে আগামী ২৫শে নভেম্বর সারাদেশে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মঙ্গলবার (২১শে নভেম্বর) রাতে সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছিল।

জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সুব্রত চক্রবর্তী জুয়েল,শাহ নিজাম উদ্দিন, অধ্যক্ষ সামসুল ইসলাম, শ্রমিকলীগের এজাজুল হক এজাজ, রুবি ফাতেমা ইসরাম, শাহানারা বেগম, এম শাহরিয়ার কবির সেলিম, স্বেচ্ছাসেবকলীগের সিলেট জেলা সভাপতি আফসার আজিজ, যুবলীগ মহানগর সাধারণ সম্পাদক আলম খান মুক্তি, মুসফিক জায়গীরদার, সেলিম আহমদ, জাবেদ সিরাজ, মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Bf5LSu

November 22, 2017 at 10:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top