রামেশ্বরম, ২ নভেম্বরঃ ভোর সাড়ে ৫ টার টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে রয়েছেন হাজারও যাত্রী। রামেশ্বরম-মাদুরাই প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য তখন প্রবল ভিড়। কিন্তু, শেষমেষ টিকিট না কেটেই তাঁরা উঠে পড়েন ট্রেনে। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের রামেশ্বরম স্টেশনে।
বুধবার সংবাদসংস্থা পিটিআই-এর একটি খবর থেকে এক ঘটনার কথা জানা গিয়েছে। সেই খবর অনুসারে, রামেশ্বরম স্টশনের টিকিট কাউন্টারে সেদিন কেউ ছিল না। কিন্তু যাত্রীরা শেষ সময় পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছিলেন টিকিট কাটার জন্য। তার পর ট্রেন ছাড়ার সময় হয়ে গেলে, বাধ্য হয়েই টিকিট ছাড়া ট্রেনে উঠে পড়েন তাঁরা।
ঘটনা সম্পর্কে অভিযোগ দায়ের করা হয়েছে মাদুরাইয়ের ডিভিশনাল রেলওয়া ম্যানেজারের কাছে।
এমন বিপুল সংখ্যক বিনা টিকিটের যাত্রী একই ট্রেনে এক রেকর্ড হতে পারে, মত ওয়াকিবহাল মহলের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2lEYd7w
November 02, 2017 at 02:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন