ঢাকা, ১৫ নভেম্বর- ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও চন্ডিকা হাথুরুসিংহের আর ভালো লাগছে না। বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। পদত্যাগপত্র জমা দিলেও হাথুরুসিংহের যাওয়াটা এখনো কনফার্ম নয় বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, তিনি (হাথুরুসিংহ) এসে আলোচনা করে যদি থেকে যান তাহলে এ নিয়ে প্রশ্ন শেষ। বুধবার রাজধানীর বারিধারায় মাদকবিরোধী এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশি কোচ নিয়োগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, দেশি কোচ নিয়োগ হবে এটা আমি এখনো ক্লিয়ার না। তবে যদি হয়, আমরা সেভাবেই খেলবো। আমরা বিসিবির আন্ডারে আছি, বিসিবি কোচের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমরা তাই মেনে নেবো। তিনি আরও বলেন, হাথুরুসিংহের যাওয়াটাতো এখনো কনফার্ম নয়। তিনি এসে আলোচনা করে যদি থেকে যান তাহলে এ নিয়ে প্রশ্ন শেষ। বিসিবির যে কোনো সিদ্ধান্তই প্লেয়াররা মানিয়ে নিতে সক্ষম হবে জানিয়ে বাংলাদেশ দলপতি বলেন, দেশি কোচ এর আগে সরোয়ার ইমরান স্যার ছিলেন, আমি ওনার আন্ডারে খেলেছি। একটা সময় সুজন ভাইও জেমি সিডন্সের সময় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন, ওনার আন্ডারেও আমরা খেলেছি। সুতরাং যে সিদ্ধান্তই হোক প্লেয়াররা অবশ্যই মানিয়ে নিতে সক্ষম হবেন। তথ্যসূত্র: বিডি-প্রতিদিন এআর/১৭:৪৮/১৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mq5hW9
November 15, 2017 at 11:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন