কলকাতা, ২৬ নভেম্বর- শিক্ষকরা পেশাগত কোনও সমস্যা নিয়ে সরকার বা সরকারি সংস্থা এবং আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি মামলায় যেতে পারবেন না৷ জীবন ও স্বাধীনতা হানির ঝুঁকি থাকলে তবেই আদালতে সরাসরি মামলা দায়ের করতে পারবেন শিক্ষকরা৷স্কুল শিক্ষা দফতর আচরণবিধির খসড়ায় একথা প্রকাশিত হয়েছে। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, রাজ্য সরকার স্কুল বিষয়ক মামলা সামাল দেওয়ার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পথে। সেটা চালু হলে, যে কোনও শিক্ষককে আদালতে যাওয়ার আগে সেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে। কিন্তু তার বিষয়ে এই খসড়া আচরণবিধিতে কিছু উল্লেখ নেই। এছাড়াও আচরণবিধিতে বলা হয়েছে, শুধু শিক্ষকরাই নন, শিক্ষাকর্মীরাও এবার থেকে প্রাইভেট টিউশন করাতে পারবেন না। শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনে শিক্ষকদের গ্র্যাচুইটি এবং পেনশনের অর্থ কেটে নেওয়ার অধিকার দেওয়া হয়েছে পর্ষদের হাতে।পাশাপাশি মদ্যপান বা জুয়ার উপরও স্বাভাবিক কারণেই নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১৩:১৫/২৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2A5FDem
November 26, 2017 at 07:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top