গত বছর জুনে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরে আর্জেন্টিনার হয়ে বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ডটি ভাঙেন মেসি। জাতীয় দলের জার্সিতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল এখন ৬১টি। সর্বোচ্চ গোলের রেকর্ডটি হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন গাব্রিয়েল বাতিস্তুতা। তবে অন্য কেউ নয়, লিওনেল মেসির মতো অন্য গ্রহের ফুটবলার কীর্তিটি গড়ায় খুশিও হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকার। আর্জেন্টিনার গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাতিস্তুতা। ৩৫ গোল নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন সের্হিও আগুয়েরো ও হের্নান ক্রেসপো। ওই রেকর্ড ভাঙ্গা প্রসঙ্গে বাতিস্তুতা বলেন, রেকর্ডটি মেসি নিয়ে নেওয়ায় তা আমাকে হতাশ করেছিল কি-না? হ্যাঁ, একটু। এটা এমন একটা খেতাব যা আমি ধরে রেখেছিলাম। আপনি বিশ্বের যেখানেই যান, মানুষ বলবে, সে আর্জেন্টিনা জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। বাতিস্তুতার প্রত্যাশা, ভবিষ্যতে আরও অনেক গোল করবেন মেসি। মনে হয়, আমি ৫৪ বা এমন সংখ্যক গোল পেয়েছি। মেসির আরও বেশি আছে। আমি যা করেছি, এর প্রায় দ্বিগুন পাবে মেসি। তবে আমি অন্য গ্রহের ফুটবলারের পর দ্বিতীয় স্থানে আছি। ১৯৯১ থেকে ২০০২ পর্যন্ত আর্জেন্টিনা দলের হয়ে খেলা বাতিস্তুতা দুটি কোপা আমেরিকা ও একবার কনফেডারেশন্স কাপ জিতেছেন। এর কোনোটাই এখনও জেতা হয়নি মেসির। তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর এআর/১৯:৫৩/১৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yWXbdv
November 14, 2017 at 01:53AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন