রায়গঞ্জ, ২ নভেম্বরঃ সরকারি কর্মীদের গাড়িতে আগুন ধরানোর অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে রায়গঞ্জ শহরের পলিটেকনিক কলেজের সামনে থেকে ওই শিক্ষককে পাকড়াও করে পুলিশ। ধৃত শিক্ষকের নাম চঞ্চল জমাদ্দার। বাড়ি রায়গঞ্জ শহরের কলেজপাড়া এলাকায়। ওই ব্যক্তিকে এদিন রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ধৃত ওই শিক্ষকের বিরুদ্ধে ৩৫৩/১৮৬ আইপিসি ধারায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে রায়গঞ্জ থানায় বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রাড়িয়া গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ থানা এলাকা। সে সময় রায়গঞ্জ শহরের কলেজপাড়া পেট্রল পাম্পের সামনে একাধিক গাড়ি ভাঙচুর করার পাশাপাশি পোড়ানো হয় একাধিক গাড়ি। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে চঞ্চল জমাদ্দারকে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zfpfYe
November 02, 2017 at 10:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন