ময়মনসিংহে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজন আটক

সুরমা টাইমস ডেস্ক:; ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান- বুধবার (২৯শে নভেম্বর) ভোরে শহরের মিলনবাগে নাসিরাবাদ কলেজ মাঠ এলাকায় মইনউদ্দিন আহম্মেদের বাড়িতে এ অভিযান চালান তারা।

আটকদের নাম সোহেল মিয়া (২২) ও হাবিব (২৫) বলে জানালেও র‌্যাব তাদের বিস্তারিত পরিচয় জানায়নি।

র‌্যাব কর্মকর্তা শরিফুল বলেন- আটকরা মইনউদ্দিনের বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে অস্ত্র তৈরি ও বিক্রি করছিলেন। গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান।

“একটি ঘরের চৌকির ওপর থেকে উদ্ধার করা হয়েছে চারটি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম।”

তবে ‘অস্ত্র তৈরি ও ব্যবসার হোতা’ বাড়ির মালিকের ছেলে নূরুদ্দিন পালিয়ে গেছে বলে তিনি জানান। জড়িত সবাইকে গ্রেপ্তারসহ আরও অস্ত্রের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jz3RDQ

November 29, 2017 at 10:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top