কুখ্যাত সন্ত্রাসী। ঠাণ্ডা মাথার খুনি। বিশ্বের ভয়াবহতম জঙ্গি হানা তারই মস্তিষ্কপ্রসূত। শুধু হামলা নয়, বিশ্ব অর্থনীতি ও রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল সে সন্ত্রাসী। সেই কুখ্যাত ওসামা বিন লাদেনই নাকি ছিল কুমার শানু, অলকা ইয়াগনিকের গানের ভক্ত। সম্প্রতি বের হয়ে এসেছে এমন তথ্য। ওসামা বিন লাদেনের বাড়িতে হানা দিয়ে বেশ কিছু কম্পিউটার ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছিল সিআইএ। তাতে কী ছিল, সে তথ্য এতদিন চোখের আড়ালেই ছিল। বুধবার প্রায় ৪৭,০০০টি ফাইলের তথ্য সামনে এনেছে সিআইএ। আর তাতেই জানা যাচ্ছে, বলিউডের গানের ভক্ত ছিল লাদেন। পছন্দের গায়ক তালিকায় ছিলেন কুমার শানু, উদিত নারায়ন, অলকা ইয়াগনিক।তাদের গানের কালেকশন যেমন পাওয়া গেছে, তেমনই সালমান খানের ছবির টাইটেল ট্র্যাকও মিলেছে। পাওয়া গেছে অজয়-কাজলের পেয়ার তো হোনা হি থার গান। এর পাশাপাশি আবার ছোটদের জিনিসও পছন্দ ছিল কুখ্যাত এই সন্ত্রাসীর। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের মতো নার্সারি রাইমও ছিল সংগ্রহে। দেখতে ভালোবাসত ফুটবল। বিভিন্ন ম্যাচের ক্লিপিংস তাই কাছে রেখেছিল। এছাড়া ভারতের হালহকিকত জানতেও উদগ্রীব থাকত লাদেন। বিভিন্ন সময় দেশে কী ঘটছে, তার নিউজ ক্লিপিংস জোগাড় করে পাঠানো হত তার কাছে। বিবিসির ভারত সম্পর্কিত একটি তথ্যচিত্রও লাদেনের সংগ্রহে ছিল বলে, সিআইএর ফাঁস করা তথ্যে জানা যাচ্ছে। কুখ্যাত সন্ত্রাসীদের অন্দরমহল ঠিক কেমন হয়, তা নিয়ে সাধারণ মানুষেরও কৌতূহলের অন্ত নেই। ঠাণ্ডা মাথার একজন নৃশংস খুনি বাস্তব জীবনে ঠিক কী রকম, তা কৌতূহলোদ্দীপকই বটে। লাদেনের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। বিভিন্ন সিনেমাতে তার জীবনের ছায়াপাত দেখা গেছে। তবে সিআইএ-র এই তথ্য থেকে অনেকটাই স্পষ্ট হল ব্যক্তি লাদেনের পছন্দ-অপছন্দ। যে মানুষ গান শোনে সে কী করে হত্যালীলা ঘটাতে পারে? এ প্রশ্নের মুখে বিস্মিত হন অনেকেই। লাদেনের জীবন দেখাল, তাও সম্ভব। এমএ/০৮:৩০/০৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2haQGMm
November 04, 2017 at 02:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top