স্টেডিয়ামে চলে এসেছেন কুমিল্লার খেলোয়াড়রা

কুমিল্লার বার্তা ডেস্ক ● বিপিএল ২০১৭ এর ২য় দিনের খেলায় আজ দুপুর ২.০০ ঘটিকায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সিক্সার্স। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছেছে কুমিল্লার খেলোয়াড়রা। কুমিল্লার এটি ১ম খেলা হলেও শনিবার শক্তিশালী ঢাকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট সিক্সার্স। ফলে বেশ ফুরফুরে মেজাজে থেকেই মাঠে নামবে সিলেট সিক্সার্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৬ সালের ব্যর্থতা ঘুঁচাতে বেশ শক্তিশালী দলই গঠন করেছে এবার। তবে দলটিতে পাকিস্তানি ক্রিকেটার বেশি হওয়ার কারনে এবং পাকিস্তানি ক্রিকেটাররা এখনো বাংলাদেশে না আসার কারনে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠতে পারছেন না। তামিম ইকবালও থাকছেন না একাদশে, অধিনায়কত্ব করবেন ইমরুল কায়েস। ১ম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চাইবে কুমিল্লা।

১ম ম্যাচে বড় জয় পেয়ে ফুরফুরে মেজাজে থাকা থাকা সিলেট সিক্সার্স, তাদের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা খুব কম। জয়ী ম্যাচের একাদশ ভাঙ্গবে না সিলেট। কেননা এক ম্যাচের ব্যর্থতা বিবেচনায় কোন ক্রিকেটারকে বসিয়ে দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

যেমন হতে পারে কুমিল্লার একাদশ-
ইমরুল কায়েস (অধিনায়ক), ম্যারলন স্যামুয়েলস, ডইয়ারেন ব্রাভো, জস বাটলার, মোহাম্মদ নাবী, রাশিদ খান, লিটন দাস (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, আরাফাত সানি, আলোক কাপালি।

যেহেতু পাকিস্তানি ক্রিকেটাররা এখনো আসেননি, তাই একাদশে তাদের দেখা যাবে না। আল আমিন, সাইফুদ্দিন, ব্রাভো, রশিদ খান, আরাফাত সানি, মোহাম্মদ নবী পাশাপাশি সামুয়েলদের নিয়েই বোলিং লাইনআপ সাজানো হতে পারে কুমিল্লার। আর ব্যাটিংয়ে ইমরুল কায়েস, লিটন দাশ, কাপালি, সামুয়েল, বাটলার, নবী, ব্রাভোরা মিলে সেরা একাদশই হবে এটি।

সিলেট সিক্সার্সের একাদশ-
আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), ওয়াদিনদু হাসারঙ্গা, দসুন শানাকা, নুরুল হাসান (উইকেটকিপার), লিয়াম প্লাংকেট, ক্রিশমার সান্তোকি, কামরুল ইসলাম রব্বী, শুভ্যাগা হোম, তাইজুল ইসলাম।

পাঁচ বিদেশী খেলানোর কারনে একজন দেশীয় ক্রিকেটার খেলার সুযোগ কম গেছে। তারপরও দেশী যারা সুযোগ পাচ্ছেন ও পাবেন, নিজেদের সেরাটা দিয়েই দলে থাকার চেষ্টা করবেন। জয় পেয়ে এগিয়ে থাকা সিলেট ও ১ম ম্যাচেই জয়ের প্রত্যাশায় থাকা কুমিল্লার মধ্যকার ম্যাচটি আকর্ষণীয় ও জমজমাটই হবে, সমর্থকরা ভালো একটি ম্যাচই দেখতে পারবে আজ।

The post স্টেডিয়ামে চলে এসেছেন কুমিল্লার খেলোয়াড়রা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2h5jAK5

November 05, 2017 at 12:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top