টরন্টো, ০৫ নভেম্বর- সদ্য প্রয়াত লেখক দ্বিজেন শর্মার দেশপ্রেম ও প্রকৃতি ভাবনা চর্চার মাধ্যমে দেশ, জাতি ও সাধারণ মানুষের জন্য প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন শক্তিশালী করে তোলার আহ্বানেগত ২৮শে আক্টোবর ২০১৭ শনিবার সন্ধ্যায় টরন্টোর বাঙালী পাড়ার কেন্দ্রস্থল ড্যানফোর্থ এলাকার মিজান অডিটরিয়াম কমপ্লেক্সে প্রকৃতি প্রেমী মানবদরদী প্রগতি মুখী লেখক দ্বিজেন শর্মা স্মরণে বৃক্ষের মত আনত হও মানুষঃ দ্বিজেন শর্মার প্রকৃতি ও পরিবেশ ভাবনা নিয়ে এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন প্রগতিশীল গণতন্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে এবংসমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পিডিআই সংগঠক সোলায়মান তালুত রবীন। অনুষ্ঠানের শুরুতে লেখক দ্বিজেন শর্মার ব্যক্তিগত বন্ধুশিল্পী পার্থসারথী শিকদার প্রয়াত লেখকের পছন্দের রবীন্দ্রসংগীত গেয়ে অনুষ্ঠানের সুচনা করেন। অন্যদিকে পিডি আই সংগঠক খন্দকার টিটোদ্বিজেন শর্মাকে নিয়ে প্রকৃতি পুত্র দ্বিজেনশর্মা শিরোনামে তাঁর ব্যক্তিজীবন, দর্শন, প্রকৃতি ও দেশ প্রেম নিয়ে একটি ডকুমেন্টারি পরিবেশন করে সকলের প্রশংসা অর্জন করেন। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অনুবাদক গবেষক ফারহানা আজিম শিউলী আলোচ্য লেখকের স্ত্রী দেবী শর্মা প্রেরিত চিঠি পাঠকরে শোনান। উল্লেখ্য,শারীরিক অসুস্থতার জন্য তিনি অনুষ্ঠানে যোগদানে অসমর্থ হন। পিডিআইয়ের আরেক সংগঠক স্বপন বিশ্বাস তারবৃত্তেরবাইরে শিরোনামের প্রবন্ধে লেখালেখির সুবাদে দ্বিজেন শর্মার সাথে যে সম্পর্ক গড়ে উঠেছিল, সেই আলোকে এই প্রগতি মুখী প্রকৃতি ও দেশপ্রেমী মানবদরদী লেখকের মানবিক ও লেখক স্বত্ত্বাকে তুলে ধরেন। তিনি এই মহান লেখকের সম্মানার্থে প্রকৃতি ও বিজ্ঞানবিষয়ক লেখাকেআমাদের সাহিত্য-সংস্কৃতির মৌলিক লেখা হিসাবে বিবেচনা করার আহ্বান জানান। আমেরিকা থেকে শুধুমাত্র এই আলোচনা সভার জন্য টরন্টো আগতবিশিষ্ট জোর্তিবিদ ও বিজ্ঞান লেখক ডঃ দীপেন ভট্টাচার্য্যরে স্মরণ ও আলোচনা পর্বটি ছিল সবিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। দ্বিজেন শর্মার সাথে তার যোগাযোগ ও বিভিন্ন ঘটনার কথা উল্লেখ পুর্বক প্রগতিশীল রাজনৈতিক ধারার অনুসারী এক ভিন্ন প্রকৃতি প্রেমিক, প্রচার বিমুখ, রসিক ও সজ্জন দ্বিজেন শর্মাকে আগত সকলের কাছে পরিচয় করিয়ে দেন। ডঃ দীপেন ভট্টাচার্য্য তার আলোচনায় বঙ্গীয় বদ্বীপের অতীত ও ভবিষ্যৎ বিষয়ক একটি গবেষণার তথ্য উল্লেখ করে বাংলাদেশের ভবিষ্যত নিয়ে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেন এবং দেশে পরিবেশবাদী আন্দোলন গড়ে তোলার ও জোরদার করার উপর গুরুত্ত্বারোপ করেন। এরপর লেখক দ্বিজেন শর্মার আরেক ঘনিষ্ট বন্ধু কমিউনিষ্ট পার্টির সাবেক নেতা গোপেশ মালাকার প্রয়াত লেখকে রজীবনের অসংখ্য ঘটনা তুলে ধরে দেশের মাটি ও মানুষের জন্য এই মহান মানুষটিকে হারানো যে আমাদের জাতির জন্য এক অপুরণীয় বিশাল ক্ষতি বলে উল্লেখ করেন এবং তাঁর জীবনবোধ চর্চার মাধ্যমে আমাদের জাতির ভবিষ্যত গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সভাপতি সকলকে প্রকৃতিপ্রেমী সজ্জন মানবদরদী এই লেখকের প্রকৃতি প্রেম ও স্বদেশ ভাবনা চর্চার মাধ্যমে সমাজে প্রগতিমুখী আন্দোলনকে এগিয়ে নেবার আহ্বান ও অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সভার সমাপ্তি ঘোষণা করেন। আর/১৭:১৪/০৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ywxTmc
November 05, 2017 at 11:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top