লস্কর-ই-তৈবাকে সমর্থন জানালেন পারভেজ মুশারফ

করাচি, ২৯ নভেম্বরঃ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবাকে সমর্থন জানালেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান পারভেজ মুশারফ। পাকিস্তানের এক সংবাদমাধ্যমে সাক্ষাতকার চলাকালীন পারভেজ মুশারফ জানান, তিনি নিষিদ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার ‘খুব বড় সমর্থক’ এবং তিনি এটাও জানেন যে তাঁকেও ওই জঙ্গি গোষ্ঠী যথেষ্ট পছন্দ করে। ২৬/১১ মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারি সইদ হাফিজকে সমর্থনের বিষয়ে মুশারফকে জিজ্ঞাসা করেন। সেই প্রশ্নের উত্তরেই মুসারফ জানান, সইদ শুধু ‘কাশ্মীরের সঙ্গে যুক্ত’ এবং তিনি সইদের এই বিষয়টিকে সমর্থন করেন।

মুশারফ বলেন, ‘আমি খুব বড় সমর্থক লস্কর-ই-তৈবার এবং আমি জানি তারাও আমাকে পছন্দ করে। এমনকী জামাত-উদ-দাওয়া আমাকে পছন্দ করে।’ জামাত-উদ-দাওয়ার প্রতিষ্ঠাতাও সইদ হাফিজ। এই জঙ্গি গোষ্ঠীটি লস্কর-ই-তৈবারই একটি শাখা।

২০০৮ সালে মুম্বই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র হাফিজের মাথার দাম রেখেছিল ১০ কোটি টাকা। যদিও মুশারফ দাবি করেন হাফিজ ২০০৮ সালের মুম্বই হামলার সঙ্গে মোটেও যুক্ত নয়। ২০০২ সাল থেকে পাকিস্তানে নিষিদ্ধ করা হয় লস্কর-ই-তৈবাকে। আশ্চর্যের বিষয় মুশারফ সরকার থাকাকালীনই এই জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kaLdpP

November 29, 2017 at 02:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top