নয়াদিল্লি, ২৬ নভেম্বরঃ রতন টাটার ব্রেন চাইল্ড, ‘একলাখি গাড়ি’ ন্যানো-র উৎপাদন বন্ধ করতে চলেছে টাটা মোটরস। সূত্রের খবর, বাজারে ন্যানোর চাহিদা একেবারেই নেই। ডিলাররাও গাড়ির অর্ডার দেওয়া তিন-চারমাস ধরে বন্ধ করে দিয়েছে।
২০০৮ সালে গুজরাটের সানন্দে পথ চলা শুরু ন্যানো-র। তার আগে সিঙ্গুরে এই ন্যানো কারখানা তৈরি নিয়েই হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। তাকে ভর করেই এই রাজ্যে বাম শাসনের পতন ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ন্যানোই আজ অস্তিত্বের সংকটে। প্রথম থেকেই এই গাড়ি লাভের মুখ দেখেনি। অবর্তমানে সানন্দের কারখানায় দিনে মাত্র দুটি গাড়ি তৈরি হয়। এক লক্ষ টাকা দাম হওয়ার কথা থাকলেও বেড়েছে ন্যানোর দাম। বর্তমানে এই গাড়ির দাম তিন লক্ষ টাকার আশপাশে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এই গাড়ির উৎপাদন ১৮০টি থেকে ৫৭-য় নামিয়ে আনা হয়েছে। শোনা যাচ্ছে, ন্যানোর বদলে অন্য একটি সংস্থার সঙ্গে মিলে টাটা বিদ্যুতচালিত একটি নতুন গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2k1pyR6
November 26, 2017 at 01:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন