ক্রিশ্চিয়ানো রোনালদোর সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ভীষণ গোলখরায় ভুগছেন তিনি। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন সিআরসেভেন। তার মতে, এ গোলখরা সাময়িক। শিগগির তা কাটিয়ে উঠবেন এবং ফর্মে ফিরবেন। সেই ফর্ম হবে দীর্ঘ। এতটাই দীর্ঘ হবে যে, বুটজোড়া তুলে রাখার আগে সাত সাতটি ব্যালন ডিঅর জিতে নিতে সক্ষম হবেন। ফ্রান্স সংবাদমাধ্যম এল ইকুইপিকে দেয়া সাক্ষাৎকারে এমন স্বপ্নের কথা জানান পর্তুগিজ যুবরাজ। সম্প্রতি রোনালদোর ঘরে এসেছে নতুন অতিথি। দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সন্তান-সন্ততির সংখ্যা দাঁড়িয়েছে চার। এ নিয়েও কথা বলেছেন তিনি, আমি আরো ৩ সন্তান চাই। সাত ব্যালন ডিঅর এবং সাত সন্তান নিয়ে ক্যারিয়ার পূর্ণাঙ্গ করতে চাই। সময়ের অন্যতম সেরা ফুটবলার বলেন, আমি আমার ক্যারিয়ার নিয়ে মোটেই উদ্বিগ্ন নই। এখন আমার বয়স ৩২, শিগগির ৩৩ ছুঁয়ে ফেলব। আমার পৃথিবী শুধু ফুটবলকে ঘিরে আবর্তিত হয় না। এর বাইরেও আমার গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তা হচ্ছে আমার পরিবার। সদ্যই ফিফা বর্ষসেরার পুরস্কার বগলদাবা করেছেন রোনালদো। পঞ্চমবারের মতো তা জিতে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ধরে ফেলেছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার। আসছে ৭ ডিসেম্বর দেয়া হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ব্যালন ডিঅর। এখন পর্যন্ত পাঁচবার তা জিতে শীর্ষে রয়েছেন মেসি। এবার এ পুরস্কার জেতার দৌড়েও খুদে জাদুকরকে ছুঁয়ে ফেলতে চান পর্তুগিজ উইঙ্গার। এ ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী তিনি। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বলেন, ২০১৭ সালে কে ব্যালন ডিঅর জিতবে-তা নিয়ে এখনো ভোটাভুটি চলছে। তবে এবার এ পুরস্কার আমিই জিতব। এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। গেলো মৌসুমে রোনালদোর পারফরম্যান্সও তার পক্ষে কথা বলছে। সাত নম্বর জার্সি পরিহিত এ খেলোয়াড়ের অনন্য নৈপুণ্যে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তোলে রিয়াল। লস ব্লাঙ্কোজদের আবারো এসব শিরোপা জেতাতে চান তিনি। রোনালদো বলেন, আমি দলকে আরো লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে চাই। ক্যারিয়ারে চাই সাতটি ব্যালন ডিঅর এবং সাত সন্তান। সবকিছুই জিততে পারব বলে আমি আশাবাদী। তিনি বলেন, যখন ক্লান্ত হয়ে মাঠ থেকে বাড়ি ফিরি, তখন সন্তানদের সান্নিধ্যে শান্তি খুঁজে পাই। আমি মনে করি, সন্তান-সন্ততি ছাড়া জীবন মূল্যহীন। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AWzbEK
November 18, 2017 at 12:41AM
17 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top