আইলিগের সূচি প্রকাশ, দিনক্ষন ঠিক হল ডার্বিরও

নয়াদিল্লি, ১৪ নভেম্বরঃ অবশেষে আইলিগের সূচি প্রকাশ করা হল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রকাশিত সূচি অনুসারে চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের আইলিগ।

২৫ নভেম্বর মিনার্ভা পঞ্জাব বনাম মোহনবাগান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতসেরা হওয়ার লড়াই। ইস্টবেঙ্গল নামছে ২৮ নভেম্বর। প্রথম ম্যাচেই লাল-হলুদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন আইজল এফসি।

যে ম্যাচের দিকে সারা দেশ অপেক্ষা করে থাকে, সেই ডার্বি ম্যাচ হবে ৩ ডিসেম্বর। দ্বিতীয় সাক্ষাতে দুই প্রধান আবারও মুখোমুখি হবে আগামী বছরের ১৩ জানুয়ারি।
আইলিগ ২৫ তারিখ হলেও ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে চলতি মাসের ১৭ তারিখ। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দ্য কলকাতার সামনে সচিন তেন্ডুলকরের কেরল ব্লাস্টার্স।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AK9neL

November 14, 2017 at 06:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top