সপ্তাহের শেষে তাপমাত্রা কমার সম্ভাবনা

কলকাতা, ৯ নভেম্বরঃ চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা খানিকটা কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহবিদরা। তবে এখনই শীতের আমেজ পুরোপুরি পাওয়া যাবে না। আজ নভেম্বরের ৯ তারিখ। গতবছর এ সময়ে হালকা শীত পড়ে গিয়েছিল। কিন্তু এ বছর পারদ খুব একটা নামেনি। অবশ্য গরমের অস্বস্তি অনেকটাই কমেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়ার এমন খাম খেয়ালি ধরন কতদিন চলে সেটাই দেখার বিষয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jaTRnP

November 09, 2017 at 03:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top