কলকাতা, ৩০ নভেম্বর- ট্রেনগুলিকে নতুন রূপে সাজাতে অপারেশন স্বর্ণ চালু করেছে অপারেশন স্বর্ণ। আর তার সেই উদ্যোগের আওতায় প্রথম ট্রেন হিসেবে আপগ্রেড করা হল রাজধানী এক্সপ্রেসকে। শিয়ালদহ রাজধানীর সেই নতুন সাজ দেখলে যাত্রীরা অবাক হতে বাধ্য। এই অপারেশনের আওতায় একাধিক রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসকে সাজানো হবে বলে জানা গিয়েছে। প্রত্যেকটি আপগ্রেড করার জন্য ৫০ লক্ষ টাকা করে ট্রেন পিছু বরাদ্দ করা হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সিটের ছেঁড়া কভার বদলে দেওয়া হয়েছে। নতুন কভারের মান অনেক উন্নত। এগুলি সহজে নষ্ট হবে না। কামরাগুলিতে নতুন পর্দা লাগানো হয়েছে, যার কাপড় দাহ্য নয়। আগুন লাগলে যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্যই এই ব্যবস্থা। কামরায় লাগানো হয়েছে সিসিটিভি। যাতে অন্তত ১৫ দিনের পুরনো ডেটা পাওয়া যাবে। ট্রেনের কামরায় চুরি বা অন্য কোনও অপরাধমূলক কাজ যাতে না হয়, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। এছাড়া বিদ্যুৎ বাঁচাতে লাগানো হয়েছে এলইডি লাইট। কোনদিকে কত নম্বর বার্থ সেটা একটি বোর্ডে লাগানো থাকবে কামরার মধ্যেই। এর ফলে যাত্রীদের সিট খুঁজতে সুবিধা হবে। কোচের ভিতর সাজানোর জন্য রাখা হয়েছে এলইডি ফ্রেমের ছবি। বেসিনগুলিতে থাকবে মার্বেলের মত ফিনিশিং। এছাড়া দুর্গন্ধ কমানোর জন্য বিশেষ মেশিন লাগানো হয়েছে বাথরুমে। স্নান করার জন্য গরম ও ঠাণ্ডা জল পাওয়া যাবে সেখানে। প্যান্ট্রি কার হবে খুব পরিস্কার। দেওয়ালে থাকবে ম্যাগাজিন হোল্ডার। ফার্স্ট ক্লাস কোচে থাকবে কম্পলের রঙিল কভার। সূত্র: কলকাতা২৪*৭ আর/০৭:১৪/৩০ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Bvi3Gp
November 30, 2017 at 03:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন