রাউন্ড দ্য উইকেট থেকে বল হাতে ছুটলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ড্যারেন ব্রাভো। জয়ের জন্য ২ বলে ২ রান প্রয়োজন সিলেট সিক্সার্সের। ব্যাটিংয়ে থাকা কাজী নুরুল হাসান সোহানকে এগিয়ে আসতে দেখে বলটা অফস্ট্যাম্পের বাইরে ফেললেন ব্রাভো। কিন্তু কোনো কাজ হলো না। ঠিকমত বলটা থার্ডম্যান অঞ্চলে খেললেন জাতীয় দলের হয়ে ৯ ম্যাচ খেলা সোহান। শর্ট থার্ড ম্যান অঞ্চলে থাকা আল-আমিনকে ফাঁকি দিয়ে বল গেল বাউন্ডারিতে। ১ বল হাতে রেখেই জয় সিলেট সিক্সার্সের। পঞ্চম বলে জয় নিশ্চিত হলেও শেষ ওভারে ম্যাচের পরিস্থিতি ছিল ভিন্ন। শেষ ৬ বলে ১০ রান দরকার ছিল সিলেটের। ব্রাভোর করা প্রথম বলেই আউট শুভাগত। দ্বিতীয় বলে সোহান লং অনের উপর দিয়ে পাঠান বাউন্ডারিতে। ওই ছক্কায় ম্যাচ চলে আসে সিলেটের ডেরায়। ম্যাচ শেষে দলের অধিনায়ক নাসির হোসেন জানালেন, সোহানের উপর পূর্ণ বিশ্বাস ছিল দলের, টিম ম্যানেজম্যান্টের। নাসির বলেছেন, আমার পুরোপুরি বিশ্বাস ছিল, শুধু আমার না পুরো দলের বিশ্বাস ছিল আমরা ম্যাচটি জিতব। সোহান খুব ভালো ব্যাটসম্যান। ও এরকম ছয় অনেক মেরেছে। ঘরোয়া ক্রিকেটে তা আমরা দেখেছি। আমার বিশ্বাস ছিল একটা বাউন্ডারি হলে আমরা জিতব। আজকের জয়টা সোহানের জন্যই।ওর এমন ব্যাটিংয়ে বিস্মিত হইনি। ও সচরাচর এমনভাবেই মারে। তথ্যসূত্র: রাইজিংবিডি এআর/২১:০৫/০৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zkMGzM
November 06, 2017 at 03:06AM
05 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top