এবার থেকে রাজধানীতে ডিসপোসেবল তোয়ালে, বালিশের কভার

মুম্বই, ৪ নভেম্বরঃ পুনর্ব্যবহারযোগ্য নয় এমন তোয়ালে ও বালিশের কভার ব্যবহার করা শুরু করল পশ্চিম রেল। প্রাথমিকভাবে বান্দ্রা-হজরত নিজামুদ্দিন রাজধানীতে চালু হয়েছে নতুন এই পদ্ধতি। এর ফলে ট্রেনে সফরকালে যাত্রীদের যে তোয়ালে ও বালিশের কভার দেওয়া হবে তা দ্বিতীয়বার আর ব্যবহার করা হবে। ইচ্ছে হলে সফরান্তে তা সঙ্গে নিয়েও যেতে পারেন যাত্রীরা।

দূরপাল্লার ট্রেনের এসি কামরায় শয্যাসামগ্রীর পরিচ্ছন্নতা নিয়ে প্রতিমাসে রেলের কাছে কমবেশি ৫টি অভিযোগ জমা পড়ে। এর থেকে মুক্তি পেতেই ডিজপোজেবল তোয়ালে ও বালিশের কভার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল। গত ১৬ অক্টোবর থেকে মুম্বই-দিল্লি রাজধানী থেকে শুরু হয়েছে পরীক্ষামূলক প্রয়োগ।

রেলের তরফে জানানো হয়েছে, একবার যাতায়াতে প্রায় ২,৩০০ তোয়ালে ও বালিশের কভার বিলি করা হয়। রেলের একটি তোয়ালে ধুতে খরচ ৬ টাকা। সেখানে ৪.৭৫ টাকায় তৈরি হচ্ছে এক একটি তোয়ালে। রেলের দাবি, নতুন এই পদ্ধতিতে ৯০ শতাংশ যাত্রী খুশি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hagPel

November 04, 2017 at 01:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top