নতুন ডেঙ্গু ভাইরাসের খোঁজ মিলল ভারতে

নয়াদিল্লি, ১ নভেম্বরঃ ভারতে খোঁজ মিলল নতুন ডেঙ্গু ভাইরাসের। পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি(এনআইভি)-র একদল বিশেষজ্ঞ জানিয়েছেন এশিয়ান জেনোটাইপের এই ভাইরাস মারাত্মক। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ভাইরাসের সংক্রমণ ২০০৫ সালে সিঙ্গাপুরে ও ২০০৯ সালে শ্রীলঙ্কায় মহামারীর আকার ধারণ করেছিল। কিন্তু ভারতে এর দেখা আগে মেলেনি।

‘ইমার্জেন্স অফ দ্যা এশিয়ান জেনোটাইপ অফ DENV-1 ইন সাউথ এশিয়া’ নামে একটি রিসার্চ পেপার অক্টোবর মাসে প্রকাশিত হয়েছে ভাইরোলজি পত্রিকায়। এই গবেষণায় জানা গিয়েছে, মোট চার ধরণের ডেঙ্গু ভাইরাস (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এনআইভির জানিয়েছে, নতুন ভাইরাসটি পুরনো এশীয় ডেঙ্গু ভাইরাসের একটি প্রকারভেদ। এই ভাইরাসের সংক্রমণে ২০১২ সালে তামিলনাড়ু ও ২০১৩ সালে তামিলনাড়ু ও কেরলে ডেঙ্গু ছড়িয়েছিল। DENV-1-এর এই প্রকারভেদ দক্ষিণভারতে একাধিক ডেঙ্গু আক্রান্তের রক্তের নমুনায় মিলেছে। দেশের অন্য কোথাও এই ভাইরাস ছড়িয়েছে কি না তা নজরে রাখছেন গবেষকরা।

দেশে নতুন করে ডেঙ্গুর প্রকোপের কারণ খুঁজতে বেশ কয়েকবছর ধরে গবেষণা চালাচ্ছেন এনআইভির গবেষকরা। ভাইরাসের প্রকারভেদ ও তাদের সংক্রমণের ধরণ বুঝে প্রতিষেধক তৈরিতে সাহায্য করে এই সংস্থা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2z3lp2o

November 01, 2017 at 01:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top