অবাঞ্ছিত স্পর্শ মানেই যৌন হেনস্থা নয়ঃ দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ৩ নভেম্বরঃ অবাঞ্ছিত স্পর্শ মানেই যৌন হেনস্থা নয়। এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট।

কাইন্সিল অফ সাইন্টেফির অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল রিসার্চ-এর এক কর্মীর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এক মামলা পর্যবেক্ষণের পর এমনই রায় দিলেন বিচারপতি বিভু বাখরু। ওই মহিলা সহকর্মী তাঁর অন্য এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে ২০০৫-এর এপ্রিলের একটি ঘটনার উল্লেখ করে বলেন, তিনি যখন ল্যাবরেটরিতে কাজ করছিলেন তখন সেখানে ঢুকে অভিযুক্ত তাঁকে শারীরিক হেনস্থা করেছেন। এর পাশাপাশি ল্যাব থেকেও বের করে দেন তিনি। অভিযোগকারিণীর বক্তব্য, ওই স্পর্শ তাঁর কাছে অনাকাঙ্খিত ছিল সুতরাং তা যৌন নিগ্রহ বলেই ধরতে হবে।

কিন্তু আদালতও ক্লিনচিট দিয়েছে অভিযুক্তকে। বিচারপতি বাখরু বলেছেন, যৌন উদ্দেশ্য নিয়ে অবাঞ্ছিত স্পর্শকেই যৌন নিগ্রহ বলা যেতে পারে। তবে সব ধরণের অবাঞ্ছিত স্পর্শই যৌন নিগ্রহ নয়। পাশাপাশি হাইকোর্ট আরও জানায়, রাগের বশে অভিযুক্ত নির্যাতিতার হাত ধরে থাকতেই পারেন। নিঃসন্দেহে তা হেনস্থা। তবে তা যৌন হেনস্থা নাও হতে পারে। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ খারিজ করে দেয় আদালত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zaVpVb

November 03, 2017 at 02:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top