রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন প্রদানের দাবিতে চার পৌরসভার পুর্ণদিবস কর্মবিরতী

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রিয় কোষাগার থেকে প্রদানের দাবিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পুর্নদিবস কর্মবিরতী পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এই কর্মবিরতী পালন করা হয়।
পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা পৌরভবনে আসলেও তারা কর্মে যোগ দেননি। সকাল থেকেই পৌরসভার মূল ফটক বন্ধ রাখা হয়েছে। এরফলে নাগরিকরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।

কর্মসুচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌর ভবনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক ও পৌরসভার সচিব মামনুর রশিদ, হিসাবরণ কর্মকর্তা আহসান হাবিব, আন্দোলন কমিটির সদস্য সচিব জহির উদ্দীন, সহকারী প্রকৌশলী রোকুনুজ্জামান, লাইসেন্স পরিদর্শক মোজলেমা খাতুন,  মার্কেট কর আদায়কারী দিলিপ সরকার।
শিবগঞ্জ 
 
এদিকে আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, পেনশন সুবিধাসহ সকল সরকারি সুযোগ সুবিধা কোষাগার থেকে প্রদানের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। শিবগঞ্জ পৌরসভা সার্ভিস এ্যসোসিয়েশনের আয়োজনে সোমবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত দিবসটি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর সচিব মেবারক হোসেন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, প্যানেল মেয়র আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার মজিবর রহমান, স্বাস্থ্য সহকারী শাহানারা বেগম, তথ্য সেবা কেন্দ্রের অপারেটর অন্তরা, হিসাব রক্ষক আব্দুল কুদ্দুসসহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীগণ।
নাচোল
  এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে নাচোল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার পৌরসভা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা।
কর্মবিরতি কর্মসূচিতে সভাপতিত্ব করেন নাচোল পৌরসভার সহকারী কর আদায়কারী ও নাচোল পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব, হিসাবরক্ষক সোহেল রানা, ভারপ্রাপ্ত কর নির্ধারক মশিদুল আলম, পাম্পচালক জোহরুল ইসলাম রিপন, সার্ভেয়ার মোহাম্মদ আলী, এমএলএসএস মজিবুর রহমান আব্বাস ও জাফর ইকবাল প্রমুখ।
এ সময় বক্তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের জোরালো দাবি জানান।
রহনপুর
এদিকে আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
পূর্ণদিবস কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার সচিব খাইরুল হক, সহ- প্রকৌশলী রওনাক-ই-খোদা, পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ রহনপুর শাখার সভাপতি ইসমাইল হোসেন, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত। রহনপুর পৌরসভার মেয়র তারিক আহম্মেদ আন্দোলনে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের জোরালো দাবি জানান। দাবি মানা না হলে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে প্রতিবাদ সমাবেশ অংশ নেন আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১১-১৭




from Chapainawabganjnews http://ift.tt/2iQSFCs

November 13, 2017 at 03:10PM
13 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top