চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও চারটি রিভলবার ৪টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি ও একটি রামদাসহ মজনু মিয়া (৫৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। সে শিবগঞ্জে চাকপাড়া মোল্লাটোলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ও বিওপির টহল দল রাতে মজনু মিয়ার বাড়িতে অভিযান চালাই। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে একটি সিমেন্টের ব্যাগে পাওয়া যায় আগ্নেয়াস্ত্রগুলো। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছিল। আটক মজনু মিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১১-১৭
বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ও বিওপির টহল দল রাতে মজনু মিয়ার বাড়িতে অভিযান চালাই। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে একটি সিমেন্টের ব্যাগে পাওয়া যায় আগ্নেয়াস্ত্রগুলো। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছিল। আটক মজনু মিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১১-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2yW6Kt0
November 13, 2017 at 03:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন