ঢাকা, ১৫ নভেম্বর- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাতাতে রংপুর রাইডার্সের ক্যাম্পে যোগ দিলেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত কিউই উইকেটকিপার কাম ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। আজ মঙ্গলবার রংপুর রাইডার্সের ক্যাম্পে যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। দলটির আরেক বিদেশি তারকা ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল আগামীকাল বুধবার আসার কথা রয়েছে। টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান এই দুজন। এ দুই ব্যাটসম্যানের তোপে খড়কুটোর মতো ভেসে গেছে অনেক দলই। এছাড়া গতকাল দলে যোগ দিয়েছেন লঙ্কান তারকা ব্যাটসম্যান কুশল পেরেরা। এদিকে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ ম্যাককালামের ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ছবি সংযুক্ত করে ক্যাপশনে লেখা হয়, ব্রেন্ডন ম্যাককালাম ক্রিকেটের দেশে পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ নভেম্বর কুমিল্লার বিপক্ষে তিনি মাঠে নামবেন। বোর্ডে তাকে স্বাগতম। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ম্যাককালাম। তবে এখনো বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে খেলে যাচ্ছেন এই মারকুটে ব্যাটসম্যান। দেশের হয়ে ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে ২টি সেঞ্চুরিতে ২১৪০ রান করেছেন ম্যাককালাম। আর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৯৭টি ম্যাচে ৭টি সেঞ্চুরিতে ৮ হাজার ২৪৫ রান করেন ৩৬ বছর বয়সী ম্যাককালাম। গেইল-ম্যাককালামের ওপেনিং জুটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকরা। এদিকে এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে রংপুর। তবে ম্যাককালামের ছোঁয়ায় দলটি পাবে বদলে যাওয়ার প্রেরণা। রাজশাহীর বিপক্ষে খেলার পর ছয় দিন বিশ্রাম পেয়েছে দলটি। তবে দল ভালো অবস্থায় না থাকায় ধৈর্য্য ধারণ করা কঠিন হয়ে পড়েছে বলে মাশরাফি জানান, কঠিন সময়ে ধৈর্য্য ধরা কঠিন। যেকোন ভাবে আমাদের ছয় দিনের গ্যাপ দেওয়াতে ধৈর্য্য ধরতে হচ্ছে। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির রংপুর। গত আসরে এই দলের পক্ষেই খেলেছেন তিনি। তৃতীয় আসরে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। রংপুর রাইডার্স স্কোয়াড দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও জহির খান। বিদেশি: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, শামিউল্লাহ শেনওয়ারি ও স্যাম হেইন। এমএ/০৭:৫০/১৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ihNRX8
November 16, 2017 at 01:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top