মুম্বাই, ১৬ নভেম্বর- এ খবর বেশ পুরনো বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুরের। মারাঠি আলোচিত ছবি সাইরাতর রিমেকের মাধ্যমে বলিউডের অভিষেকের খবরটি সপ্তাহখানেক আগে জেনেছিলো সবাই। তবে এবার ছবিটির পোস্টার প্রকাশ করে সবাইকে চমকে দিলেন বলিউড পরিচালক করণ জোহর। বুধবার ব্যাক্তিগত টুইটার একাউন্টে ধাড়াক শিরোনামে ছবিটির বেশ কিছু পোস্টার প্রকাশ করেন করণ। যেখানে শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শহিদ কাপুরের ভাই ইশান খট্টরকে দেখা যায়। ছবিটির পোস্টারটি এরইমধ্যে বলিউডের সেরা আলোচনার তালিকায় রয়েছে। বেশ প্রশংসা কুড়িয়েছেন নবাগত এই দুই তারকা তাদের প্রথম প্রকাশেই। কেউ কেউ বলছেন, এই জুটি টিকে যাবে, বাজিমাত করে দেবে ইন্ডাস্ট্রি। আর প্রশংসায় সবাই পঞ্চমুখ করণের। তারকাদের কারিগর হিসেবে সুনাম আছে এই নির্মাতার। এর আগে করণ জোহর স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবিটি দিয়ে বলিউডে আগমন ঘটান বলিউড তারকা আলিয়া ভাট ও বরুন ধাওয়ানের। এই দুই তারকাই এখন বলিউডের চাহিদার শীর্ষে রয়েছে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/১৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2in5HYW
November 17, 2017 at 12:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top