জন্মের ১২ বছর ধরে প্রতিবন্ধী হয়ে পড়ে থাকলেও তার কপালে এখনো জুটেনি প্রতিবন্ধী ভাতা,,


সুরমা টাইমস ডেস্ক :: প্রতিবন্ধী শিশুকে বেধে রেখে মা কাজে যায়, জন্মের ১২ বছর ধরে প্রতিবন্ধী হয়ে পড়ে থাকলেও তার কপালে এখনো জুটেনি প্রতিবন্ধী ভাতা। মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি তার ফেইসবুকে প্রতিবন্ধী শিশুকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। ফেইসবুকে তা ভাইরাল হলে অনেকে এগিয়ে আসেন সাহায্যের জন্য।

এফআইভিডিবি’র পিসিএসসি প্রকল্পের সমাজকর্মী হিল্লোল পুরকায়স্হ ও মোহাম্মদ আলী সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড হেল্প লাইনে (১০৯৮) যোগাযোগ করলে তারা শিশুটিকে সাহায্যের আশ্বস্ত করেন।

মোহাম্মদ আলী বলেন প্রতিবন্ধী শিশু কে নিয়ে আমার লেখাটি দেখে অনেকে আমার সাথে যোগাযোগ করছেন। শিশুটির জন্য কিছু করতে চাইছেন। তিনি বলেন ইতি মধ্যে শুক্রবার প্রতিবন্ধী শিশু হৃদয়কে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী চন্ডিপুর এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ টিপু চৌধুরীর পক্ষ থেকে দিরাই সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী মুকুল চৌধুরী, কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম সর্দার শিশুটির পরিবারের কাছে কাপড় ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

শিশুটির নানী রুপিয়া বেগমে জানান , দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর শুরিয়ার গ্রামের ছেলে হৃদয়, পিতা মৃত: শামীম মিয়া, মা হাছিনা বেগমের তিন ছেলে ও এক মেয়ে হৃদয় উনার সবার বড় ছেলে জন্মের দুই বছর পর টাইফয়েট জ্বড়ে হৃদয় মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। তার পর হৃদয়ের বাবা মারা যাওয়াতে পরিবারটি বেকায়দায় পড়ে যায়। হৃদয়ের মা কাজে যাওয়ার সময় হৃদয়কে বেধে রেখে কাজে যান কারন হৃদয় মানসিক প্রতিবন্ধী থাকায় অন্যের সাথে সহিংস আচারন করে।তিনি বলেন গরীব পরিবারটি টাকার অভাবে হৃদয়ের চিকিৎসা করাতে পারছেনা। এদিকে এত বছর হয়ে গেল এখন হৃদয় প্রতিবন্ধী ভাতা পায়নি।

এনিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আংগুর মিয়ার সাথে কথা বল্লে তিনি বলেন আমি হৃদয়ের নাম প্রতিবন্ধী লিস্টে দিয়েছি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hIFXt5

November 18, 2017 at 12:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top