কলকাতা, ২২ নভেম্বর- শীঘ্রই কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে রাজবংশী ভাষায় সার্টিফিকেট কোর্স। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়। সংশ্লিষ্ট কোর্স চালুর পরই ছাত্র ভর্তির আবেদন নেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সংশ্লিষ্ট কোর্সে ৩০টি আসন থাকবে৷ ৯মাসের কোর্সের কোর্স ফি নির্ধারণের জন্য একটি কমিটি গড়েছেন কর্তৃপক্ষ৷ বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য তথা স্থানীয় সাংসদ পার্থপ্রতীম রায় বলেন, দীর্ঘদিন থেকে রাজবংশী মানুষের এই দাবি ছিল৷ এর মাধ্যমে এই ভাষার প্রচার ও প্রসার ঘটবে৷ কোচবিহার ও নিম্ন আসামের মানুষের ভাষা রাজবংশী৷ কোচবিহারের অধিকাংশ মানুষ এই ভাষাতেই কথা বলেন। তাই রাজবংশী ভাষা একাডেমীর পক্ষ থেকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষায় সার্টিফিকেট কোর্স চালুর আবেদন জানানো হয়েছিল৷ এরপরই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দ্রুত কলেজ পরিচালনা কমিটির বৈঠক ডেকে রাজবংশী ভাষায় সার্টিফিকেট কোর্স চালুর সিদ্ধান্ত গ্রহণ করেন৷ বিশ্ববিদ্যালয়ের এহেন সদর্থক সিদ্ধান্তে খুশী কোচবিহারের আমজনতা৷ রাজবংশী ভাষা একাডেমীর অন্যতম সদস্য গিরীন্দ্রনাথ বর্মণ, আমরা অত্যন্ত খুশী৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ৷ আমাদের দীর্ঘদিনের দাবি পূরন হচ্ছে৷ সূত্র: কলকাতা ২৪*৭ আর/১৭:১৪/২২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hTRtBY
November 22, 2017 at 11:42PM
22 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top