হবিগঞ্জে সওজের শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি:: চাকুরি নিয়মিত করার দাবিতে হবিগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের ওয়ার্কচার্জড শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদফতরের শ্রমিক কর্মচারি ইউনিয়নের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রমিক কর্মচারি ইউনিয়নের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন হবিগঞ্জ সড়ক ও জনপদ অধিদফতরের ওয়ার্কচার্জড শ্রমিকদের চাকুরি নিয়মিত করার জন্য। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় শ্রমিকদের চাকুরি নিয়মিত করেননি। যতদিন পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। এছাড়াও ৩০শে নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

হবিগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ জানান, শ্রমিকরা কর্মবিরতি পালন করায় রাস্তাঘাটে মেরামত কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবিগুলো কর্তৃপক্ষের নিকট অবগত করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2lSznS0

November 05, 2017 at 08:00PM
05 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top