সুরমা টাইমস ডেস্ক:: সাধারণত চোর, ডাকাত আর ছিনতাইকারীরা পুলিশের কাছ থেকে শতহাত দূরে থাকে। সামনে পড়ে গেলেও সহজে পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস দেখায় না। তবে লন্ডনে দুই ছিনতাইকারী তাদের দীর্ঘদিনের সেই রেকর্ড ভঙ্গ করেছে। খোদ পুলিশ কর্তার বাইকের চাকা ছুরি মেরে ফাঁসিয়ে দিয়েছে দুই ছিনতাইকারী। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, উত্তর লন্ডনের ব্যস্ত রাস্তায় সম্প্রতি এই কাণ্ড ঘটেছে।
.
প্রতিবেদনে বলা হয়, এমনিতেই শহরে হেট ক্রাইমের মতো ঘটনায় চাপের মধ্যে রয়েছে শহরের পুলিশ বাহিনী। মাঝে যোগ হয়েছে এসিড হামলার মতো ঘটনা। মুসলিম পর্যটক ও অভিবাসীদের উপর এমন হামলার ঘটনায় দেশ-বিদেশের নিন্দাও সহ্য করতে হচ্ছে।
এসবের পাশাপাশি তো সাধারণ চুরি, ছিনতাই আছেই! কিন্তু খোদ পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনায় শহরের অপরাধ তৎপরতা অন্য মাত্রা নিল। প্রতিবেদনে বলা হয়, পথে বাইকে থাকা দুই আরোহীর আচরণ সন্দেজনক মনে হওয়ার তাদের থামার নির্দেশ দেয় ওই পুলিশ সদস্য। তিনি নিজেও পুলিশের একটি বাইকে ছিলেন।
তবে তারা আদেশ অগ্রাহ্য করে এগিয়ে গেলে হলওয়ে’র বেনওয়েল রোডে পাকরাও করে ওই পুলিশ সদস্য। কিন্তু কাছে গিয়েই বুঝতে পারলেন একা তাদের কাছে যাওয়াটা ভুল হয়েছে। ছিনতাইকারীরা পুলিশ সদস্যকে বড় আকারের ছুরি দেখিয়ে ভয় দেখায়।
এরপর সামান্য আদর করে যাওয়ার আগে সেই ছুরি দিয়ে পুলিশের বাইকটির চাকা ফুটো করে দিয়ে যায়। যাতে সে আর অনুসরণ করতে না পারে। এরপর হতবাক পুলিশ সদস্যের চোখের সামনেই মিলিয়ে যায় ছিনতাইকারীরা। অবশ্য ঘটনার পর পরই বাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে হাজির হয়।
বাইকে আসা দুই ছিনতাইকারী হেলমেট পড়ে থাকায় প্রথম দিকে তাদের শনাক্ত করা কঠিন হলেও পরে ঠিকই আটক করে পুলিশ। তবে খোদ পুলিশের উপর এমন ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ইদানিং স্কুটারে করে ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলেও বলা হচ্ছে।
এমন অবস্থায় শহরের পুলিশ প্রশাসনের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AhfpUg
November 28, 2017 at 06:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন