কুমিল্লায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় রক্তদাতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় জাতীয় রক্তদাতা দিবসে র‌্যালী, রক্তদান নিয়ে ডকুমেন্ট্রি প্রদর্শনী, আলোচনা সভা, রক্তদানে বিশেষ অবদান রাখায় জাগ্রত মানবিকতা ও ৭ রক্তদাতা সাংবাদিককে সম্মননা প্রদান করেছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি কুমিল্লা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান।

জাগ্রত মানবিকতার প্রধান পৃষ্ঠপোষক সাইফ রনী সংগঠনের পক্ষে প্রধান অতিথি কুমিল্লা সিভিল সার্জন ডা. মজিবুর রহমানের হাত থেকে ক্রেস্ট গ্রহন করেন।
সম্মাননাপ্রাপ্ত ৭ সাংবাদিক হলেন, আবদুল্লাহ আল মামুন, মোঃ আনোয়ার হোসাইন, আশিকুর রহমান আশিক, আশিকুর রহমান সোহেল, মোঃ আরিফুর রহমান মজুমদার, মাহাবুব আলম বাবু ও দেলোয়ার হোসাইন আকাইদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রিয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সহকারি পুলিশ সুপার, দেবীদ্বার সার্কেল শেখ মোহাম্মদ সেলিম।

ইসরাত জাহান যুথির এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার উপদেষ্টা জাহাঙ্গীর আলম রতন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, আর টিভির গোলাম কিবরিয়া, দেশ টিভি এম ফিরোজ মিয়া, এটিএন বাংলা ও নিউজের খায়রুল আহসান মানিক, যমুনা টিভির সাইফুল্লাহ খালেদ, জাগ্রত মানবিকতার প্রধান পৃষ্ঠপোষক সাইফ রনী, কায়ছার জামান কায়েস, ইকরামুল হক, ফয়সাল খান, নাসিম ইউসুফ রেইন, কাজী সায়েম, এম এ হাদী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আর টিভির দক্ষিন প্রতিনিধি সোহরাব সুমন, জাগো কুমিল্লার অমিত মজুমদার অমিত, জালাল উদ্দিন, ফয়সাল হোসেন, সুজন দত্ত, সাগর আহাম্মদ, তানভীর নিয়াজ রাজিব, রাজীর দেব, বিপ্লব, শুভ, জাহিদুল ইসলাম বাবু, মুন, উৎসসহ কুমিল্লায় কর্মরত সাংবাদিক, জাগ্রত মানবিকতা, দৃষ্টান্ত ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে স্বেচ্ছায় রক্তদান নিয়ে ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুলের সম্পাদনায় ডকুমেন্ট্রি প্রদর্শন করা হয়।

জাগ্রত মানবিকতার চেয়ারম্যান তাহসিন বাহার সুচনা সংগঠনের পক্ষে প্রধান অতিথি কুমিল্লা সিভিল সার্জন ডা. মজিবুর রহমানের হতি থেকে ক্রেস্ট গ্রহন করেন।

সম্মাননাপ্রাপ্ত ৭ সাংবাদিক হলেন, আবদুল্লাহ আল মামুন, মোঃ আনোয়ার হোসাইন, আশিকুর রহমান আশিক, আশিকুর রহমান সোহেল, মোঃ আরিফুর রহমান মজুমদার, মাহাবুব আলম বাবু ও দেলোয়ার হোসাইন আকাইদ।

এর আগে একই স্থানে থেকে জাগ্রত মানবিকতা ও দৃষ্টান্ত ফাউন্ডেশনের উদ্যোগে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

The post কুমিল্লায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় রক্তদাতা দিবস পালিত appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2zeuzLs

November 02, 2017 at 05:52PM
02 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top