লন্ডন, ১৪ নভেম্বরঃ বাংলায় ইংল্যান্ডের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রী এফআইসিসিআই-ইউকেআইবিসি-র বৈঠকে যোগ দিয়ে আহ্বান জানান। লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে বৈঠকটি হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং মু্খ্যসচিব মলয় দে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসা-বান্ধব এবং সক্রিয় সরকার। আমরা ইতিবাচক রাজনীতিতে উৎসাহী। বাংলায় শুধুমাত্র অতিরিক্ত বিদ্যুৎ আছে তা-ই নয়, ল্যান্ডব্যাংকও রয়েছে। জমি পাওয়া এখন আর সেখানে কোনও সমস্যা নয়।’
তিনি আরও বলেন, বাংলার মানুষ পরিশ্রমী।
স্কটল্যান্ডের শিল্পপতিদের সঙ্গে আজ এডিনবার্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে শিল্পে সুযোগ নিয়ে আলোচনার করার কথা রয়েছে। স্কটল্যান্ডের ৪০টিরও বেশি সংস্থা বৈঠকে যোগ দিতে পারে। স্কটিশ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল, এডিনবার্গ চেম্বার অফ কমার্স, এফআইসিসিআই, ইউকেআইবিসি এবং এশিয়া স্কটল্যান্ডের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ifze6V
November 14, 2017 at 02:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন