ঢাকা, ০৭ নভেম্বর- ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর জুটি বেঁধে নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস এনা ও পরিচালনা করেছেন মুশফিক কল্লোল। গেল ৩ নভেম্বর থেকে এ নাটকটির শুটিং হয়েছে, চলবে ৯ নভেম্বর পর্যন্ত। নাটকটি প্রসঙ্গে উর্মিলা বলেন, সম্পর্ক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি আমি। চরিত্রের নাম অবন্তী। মেয়েটি শান্ত, চুপচাপ। সবসময় কাজে ডুবে থাকে। আমাকে ঘিরেই নাটকের গল্প এগুবে। পুরো গল্পটা আমাকে ভীষণ আকর্ষণ করেছে। সম্পর্ক নাটকের গল্প দর্শকদের চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাই নাটকটি দর্শকরা গ্রহণ করবেন বলে আমি মনে করি। তাছাড়া আমাদের অ্যারেঞ্জমেন্টের কোনো কমতি নেই।- বললেন নির্মাতা কল্লোল। চিত্রনাট্যকার জান্নাতুল ফেরদৌস এনা বলেন, কাজের সূত্রে ঢাকা ও তার বাইরে এমনকি গ্রামে গিয়েছিলাম। বিভিন্ন শ্রেণির দর্শকদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে কী ধরনের গল্প দেখতে পছন্দ করেন সেটাও জানতে চেয়েছি, কোনটা অপছন্দ করেন সেটাও জানার চেষ্টা করেছি। অধিকাংশ দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়েই সম্পর্ক নাটকের গল্প তৈরি করা হয়েছে। দর্শকদের অপছন্দের কারণ হচ্ছে অধিকাংশ নাটকের গল্পের আগামাথা পাওয়া খুঁজে পান না। সেজন্য বিরক্ত হয়ে ভিনদেশি চ্যানেল কিংবা অনুষ্ঠানের মুখ গোঁজেন। এসব দিক বিবেচনা করেই সম্পর্ক নাটকের গল্প নির্ধারণ করা হয়েছে। উর্মিলা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শমির্লী আহমেদ, জোভান, কায়েস চৌধুরী, নিয়াজ তারেক, নিমা রহমান, করবী মিজান, মদিনারা সেতু, এ কে আজাদ সেতু, হিমে হাফিজ প্রমুখ। সম্পর্ক নাটকটি প্রযোজনা করছে পিআর প্রডাকশন। এর আগে বহু দর্শকপ্রিয় খ-নাটক নির্মাণ করলেও এটি হচ্ছে এ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ধারাবাহিক নাটক। জানা গেছে, সম্পর্ক নাটকতি নির্মিত হবে ৫২ পর্বে। শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। এমএ/০৪:৪০/০৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yCV52c
November 07, 2017 at 10:43PM
07 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top