বলিউড স্টার কিডদের মধ্যে সবচেয়ে আদুরে ও জনপ্রিয় শাহরুখ খান পুত্র আব্রাম খান। তার ছবি ও ভিডিও প্রায়ই প্রকাশ করেন তার বাবা শাহরুখ। আর তাতে ভক্তদের লাইক কমেন্টই বলে দেয়, কতোটা পছন্দের শিশু আব্রাম। কিছুদিন আগে অমিতাভ বচ্চন নাতনী ও অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যর জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্রামও। সেখানেই অমিতাভকে নিজের দাদা মনে করেন আব্রাম- এমন তথ্য প্রকাশ করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অমিতাভ নাতনি আরাধ্য বচ্চনের জন্মদিনে নিমন্ত্রিত ছিল বলিউডের সব ক্ষুদে সদস্যরা। তাদেরই মধ্যমণি ছিল আব্রাম। সেখানে গিয়ে বাবা ও অমিতাভের কাছে ক্যান্ডিফ্লস খাওয়ার বায়না করতে দেখা যায় আব্রামকে। ছবিটি অমিতাভ নিজেই পোস্ট করেন টুইটারে। ছবির ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ক্যান্ডিফ্লস দেখে আব্রামের আনন্দ দেখবার মতো ছিল! এদিকে সেই ছবি প্রকাশ করতেই ভাইরাল। আর এর জবাবে শাহরুখ জানান একটি গোপন কথা। কাভি খুশি কাভি গাম-এ বিগ বি শাহরুখের বাবা হয়ে অভিনয় করেছিলেন। আর ৪ বছরের আব্রামের নাকি ধারণা, আসলেই অমিতাভ সম্পর্কে তার দাদা হন, অর্থাৎ শাহরুখের বাবা অমিতাভ বচ্চন! এছাড়া জন্মদিনের একটি ভিডিও রিটুইট করেন অমিতাভ। তাতে দেখা যাচ্ছে, আব্রামকে নিয়ে নাগরদোলায় চড়ছেন তার বাবা শাহরুখ। রয়েছেন অভিষেক বচ্চনও। কিন্তু ভিডিওতে আরাধ্য কিংবা ঐশ্বরিয়াকে দেখা যায়নি। তথ্যসূত্র: এমটিনিউজ আরএস/১০:১৪/২১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2z8pEZZ
November 21, 2017 at 09:07PM
21 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top