বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ কর্তৃক পরিচালতি সিআরভিএস কার্যক্রমের আওতায় স্মার্ট ভারবাল অটোপসির (বিএ) এর উপর তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলমবার্গ পিলানর্থপিস ডাটা ফর হেলথ ইনিটিএটিব সিআরবিএস কার্ন্টি কো-অর্ডিনেটর বাংলাদেশ ও মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন বলেছেন, গ্রামগঞ্জের সকল জন্মমৃত্যুর সটিক কারণ নির্ণয়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এতে সবার সহযোগিতা করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী স্মার্ট ভারবাল কাজ করে বলেই সকলের কাছে ওই সংগঠনের প্রতি মানুষ আস্তা ও বিশ্বাস রাখে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বলমবার্গ পিলানর্থপিস ডাটা ফর হেলথ ইনিটিএটিব সিআরবিএস কার্ন্টি কো-অর্ডিনেটর বাংলাদেশ ডাক্তার শাহ আলী আকবর আশরাফী, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, এফআইএস স্বাস্থ্য অধিদপ্তরের চিপ পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুর রহমান, ডাক্তার তারেক নূরুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, স্বাস্থ পরিদর্শক নন্দ লাল চন্দ্র, বারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আলী আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব’সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের মাট পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2j0m0uR
November 28, 2017 at 07:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন