সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:: সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট থানার নিয়ন্ত্রণাধীন সড়কের বাজার ও বিয়ানীবাজার থানার চারখাই এলাকায় ছোট বড় যানবাহন আটকিয়ে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ ছোট বড় যানবাহনের চালকরা হরহামেশা করে আসলেও কোন প্রতিকার পাওয়া যায়না বলে একাধিক চালক জানিয়েছেন। প্রতিকার চাইতে গেলে চাঁদার পরিমান বাড়ে বলেও অনেকের অভিযোগ।

ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন ছোট বড় যানবাহনের চালক ও মালিকরা। একাধিক চালক অভিযোগ করে জানান, কানাইঘাটের সড়কের বাজার ও বিয়ানীবাজারের চারখাই এলাকায় বিনা কারণেই ট্রাফিক পুলিশ গাড়ী আটকিয়ে প্রায় জিম্মি করে টাকা আদায় করে। ট্রাফিক পুলিশ গাড়ী আটকানোর পর চালকরা অনেকটা অসহায় হয়ে পড়েন আইনের কাছে। বৈধ কাগজপত্র থাকারও পরও বাধ্য হয়ে অনেকে ঝামেলা এড়াতে ট্রাফিক পুলিশকে উৎকোচ দিয়ে সড়কে যানবাহন নিয়ে চলাচল করেন।

সম্প্রতি রোগী বহনকারী গাড়ী আটকিয়ে চাঁদাবাজি করে জনরোষেও পড়েছে সড়কের বাজার এলাকার ট্রাফিক পুলিশ সদস্যরা। এরপরও থেমে নেই তাদের চাঁদাবাজি।

গাছবাড়ী,কানাইঘাট,শাহবাগ এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক সিএনজি অটোরিক্শা চালক জানান, গাড়ী নিয়ে সড়কে নামলেই কানাইঘাট ও বিয়ানীবাজার থানার ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এই চাঁদাবাজীতে সিদ্ধহস্ত হচ্ছেন কানাইঘাট থানার সড়কের বাজার এলাকায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের সহকারী সার্জেন্ট দীপংকর পাল ও ট্রাফিক পুলিশের সহকারী সার্জেন্ট কাওসার আহমেদ,তাদের বিরুদ্ধে রয়েছে এমন চাঁদাবাজীর বহু অভিযোগ। তারা যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ,তারা দুজন ছোট বড় যানবাহনের চালকদের সাথে মাসিক হিসেব নিকেশ মিলিয়ে চাঁদার টাকা আদায় করে থাকেন। সড়কে বৈধ কাগজের গাড়ী চলাচল করলেও তাদের সাথে মাসিক হিসেব রাখতে হয়। না হলে যানবাহন নিয়ে সড়কে চলাচল করতে অতিরিক্ত ঝামেলা পোহাতে হয়। কানাইঘাট থানার চিন্থিত দালাল জামালের সাথে তাদের রয়েছে দহরম মহরম,প্রতিমাসে অনটেষ্ট সিএনজি বাবত তারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা জামালের কাছ থেকে উৎকোচ হিসেবে নিয়ে থাকে। এই নিয়মের বাইরে গেলে চালকদের উপর চলে স্টিমরোলার গত কয়েকদিন পূর্বে এই দীপংকর পালের শিকারে পরিনত হন গাছবাড়ী এলাকার এক সিএনজি চালক বহু অনুনয় বিননয়ের পর ১৭৫০/= টাকার বিনিময়ে রক্ষাপান ঐ চালক,এমনি করে প্রায় অর্ধ শতাধীক চালকের অভিযোগ রয়েছে এটিএসআই দীপংকর পাল ও এটিএসআই কাওছার আহমদের বিরুদ্ধে।

গত মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা যায়, কানাইঘাট থানার ট্রাফিক সহকারী সার্জেন্ট দীপংকর পালের নেতৃত্বে জকিগঞ্জ-সিলেট সড়কে মোটরসাইকেল, সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, টেম্পুসহ বিভিন্ন ধরণের যানবাহন আটকিয়ে কাগজপত্র পরিক্ষা নিরীক্ষা করা হচ্ছে। অনেক যানবাহন ও চালকদের বৈধ কাগজপত্র থাকার পরও সহকারী সার্জেন্ট দীপংকর পালের আইনের প্যাঁচে পড়েন তারা। পরে বাধ্য হয়ে চাঁদা দিয়ে আইনের প্যাঁচ থেকে রেহাই পান চালকরা। এমন ঘটনা নিত্যদিনের বলে জানান চালক ও এলাকার লোকজন।

এ ব্যাপারে সড়কের বাজারের দায়িত্বরত ট্রাফিকের সহকারী সার্জেন্ট দীপংকর পালের কাছে জানতে চাইলে তিনি চালকদের এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবী করেন।

এবিষয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

জেলা পুলিশ সুপার মনিরুজ্জামানের কাছে বক্তব্যে চাওয়া হলে তিনি শীঘ্রই ব্যবস্থা নেয়ার কথা বলেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2n63zd0

November 25, 2017 at 08:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top