অনেকদিন পর আবার আসছে দেবের সাড়া জাগানো আরেকটি সিনেমা। এর আগে ২০১৩ সালে মুক্তি পাওয়া দেবের সুপারহিট চলচ্চিত্র চাঁদের পাহাড়-এর সিক্যুয়েল আসছে ২০১৭ এর ডিসেম্বরে। আমাজন অভিযান নামের এই চলচ্চিত্র মুক্তি পাবে এবারের বড়দিনে। ৪ নভেম্বর শনিবার আমাজন অভিযান এর পোস্টার উন্মোচন পর্ব শেষ হল। আর এই পোস্টারই রেকর্ড ভাঙল ভারতের ব্লকবাস্টার হিট বাহুবলীর রেকর্ড! মোহনবাগ মাঠে হাজারো ভক্ত ও দর্শকের উপস্থিতিতে উন্মোচিত হয়েছে ৬০,৮০০ বর্গফুটের বিশাল পোস্টার। এর আগে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় পোস্টার ছিল বাহুবলীর, তার আয়তন ছিল ৫১,৫৯৮ বর্গফুট; গিনেজ বুক অব ওয়ার্ড রেকর্ডেও স্থান দখল করে নিয়েছিল সেই পোস্টার। এবার তাকেও পেছনে ফেলে দিল দেবের আমাজন অভিযান। আমাজন অভিযান এর প্রযোজনা সংস্থা শ্রী ভিঙ্কটেশ ফিল্মস ও পরিচালক কমলেশ্বর মুখার্জী এই পোস্টারকেও গিনেজ বুকে নাম লেখানোর চেষ্টা করছেন। প্রায় ৮০ জন কর্মীর ১০০ ঘণ্টা পরিশ্রমের পর ৩২ টি আলাদা অংশ জোড়া লাগিয়ে পূর্ণ হয়েছে এই বিশালাকৃতির পোস্টার। চাঁদের পাহাড় এর দুর্দান্ত সাফল্যের পর একই টিম নিয়ে তৈরি হয়েছে আমাজন অভিযান। আমাজনের গভীর জঙ্গলে শুটিং এর দারুণ অভিজ্ঞতা হয়েছে সেটের সবারই। ২২ ডিসেম্বর মুক্তি পাবে আমাজন অভিযান। মুক্তির পর আর কোন কোন রেকর্ড ভাঙেন দেব সেটা দেখার অপেক্ষায় এখন সবাই। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:১৪/০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zhYOPO
November 06, 2017 at 04:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top