কুয়েত, ০২ নভেম্বর- কুয়েতে নিজের চালানো ট্রাকের একটি অংশের চাপা খেয়ে এক বাংলাদেশি চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম তাফজল হক খোকন (৫৩)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চরছান্দিয়া গ্রামের ইস্ররাফিল সারেংবাড়ির ছেলে। স্থানীয় সময় বুধবার ভোর ৭টায় জামাল আব্দুল নাসের সড়কে অবস্থিত কুয়েত ইউনিভার্সিটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে তার ফুফাতো ভাই শাহজান সবুজ জানান। তিনি বলেন, তাফজল মারাফি কুয়েতিয়া কোম্পানির একটি ময়লাবাহী হাইড্রোলিক ট্রাকের চালক হিসাবে কাজ করতেন। ওইদিন গাড়িতে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় তাফজল চালকের আসন থেকে নেমে পেছনে সমস্যা দেখতে যান। এসময় গাড়ির পেছনে ময়লা বহনের জন্য তুলে রাখা অংশটুকু কারিগরি ত্রুটির কারণে হঠাৎই নিচে পড়ে তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাফজলের। নিহতের মরদেহ কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেন জানান শাহজান। তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর এআর/২২:২০/০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zcGSYZ
November 03, 2017 at 04:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top