বেঙ্গালুরু, ৩০ নভেম্বরঃ দেশে ঢুকে পড়েছে সাইক্লোন ‘অক্ষি’। বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ তামিলনাড়ু সহ দক্ষিণভারতের একাধিক রাজ্য। আইএমডি-র তরফে জানানো হয়েছে, তামিলনাড়ু, কেরল ও লাক্ষাদ্বীপে সাইক্লোনের সম্ভাবনা রয়েছে। মত্সজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, কেরলা,লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপে আগামী ৪৮ ঘন্টা এই বৃষ্টিপাত চরম আকার ধারণ করবে বলে খবর। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনার ফলে ফের একবার বন্যার বিপর্যয়ের আশঙ্কা ফিরে আসছে।
আইএমডি বুলেটিন অনুযায়ী, কন্যাকুমারী এলাকায় বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিম-উত্তর থেকে পশ্চিম দিকে সরে গিয়ে গভীর নিম্নচাপের আকার ধারণ করেছে। এর ফলে লাক্ষাদ্বীপ-সহ কেরল ও তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।
তবে বাংলায় এই সাইক্লোনের প্রভাব পড়বে কি না, সেই ব্যাপারে এখনই কোনও খবর নেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zBu0Zy
November 30, 2017 at 08:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন