ইটানগর, ১৮ নভেম্বরঃ শনিবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশের কিছু এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯। ভোর প্রায় চারটে নাগাদ অরুণাচলের ভারত-চীন সীমান্ত সংলগ্ন বেশকিছু এলাকায় ভারী কম্পন অনুভূত হয়। কম্পনের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারত-চিন সীমান্তের সবচেয়ে কাছের ভারতীয় শহর থেকে ১৫০ কিমি দূরে। এই ভূমিকম্পে সেরকম কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, চিনের জনবিরল স্থানে ভূমিকম্পটি হয়েছে।
প্রবল ভূমিকম্পের পরেই বেজিং-এর স্থানীয় সময় সকাল ৮.৩১-এ অল্প মাত্রার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার পরিমাপ ছিল ৫। জানা গিয়েছে এই ভূমিকম্পের উত্সস্থলও একই ছিল। তবে তা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ কিমি নিচে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্রটির অবস্থান অ্যালং থেকে ১৮৫ কিমি, পাসিঘাট থেকে ২০০ কিমি, তেজু থেকে ২৪৪ কিমি এবং অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ৩৩০ কিমি দূরে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mCtfgR
November 18, 2017 at 12:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন