সুরমা টাইমস ডেস্ক:: সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর হয়ে কানাডার টরন্টো শহরে পৌঁছেছেন। বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, বিচারপতি সিনহা শুক্রবার রাতে টরন্টো পৌঁছান। কতিপয় ঘনিষ্ঠজন ছাড়া তিনি কারও সাথে সাক্ষাৎ করতে বা কথা বলতে চান না।
কানাডাভিত্তিক একটি বাংলা পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি সিনহা পদত্যাগপত্র পাঠানোর কথা স্বীকার করেছেন। পদত্যাগপত্র সঙ্গে নিয়ে ১০ই নভেম্বর সকালে এসকে সিনহা সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনে যান। পদত্যাগপত্রটি দেশে যথাযথ স্থানে পাঠানোর জন্য বাংলাদেশ হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করেন। এর বাইরে এই বিষয়ে তিনি তার ঘনিষ্ঠজনদের সঙ্গেও এই মুহূর্তে কথা বলতে চাননি।
পত্রিকাটি লিখেছে, বিচারপতি সিনহা আপাতত টরন্টোতেই থাকছেন। সেখানে তিনি দীর্ঘদিন বসবাস করতে পারেন বলে তার সঙ্গে যোগাযোগ হয়েছে এমন কয়েকজন আভাস দিয়েছেন।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে এক মাসের ছুটি নিয়ে গত ১৩ই অক্টোবর অস্ট্রেলিয়া যান বিচারপতি সিনহা। ছুটি শেষ হওয়ার পরদিন শনিবার বঙ্গভবন থেকে তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানানো হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hveKtJ
November 13, 2017 at 01:33AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন